ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

একুশের রাতে নানা আয়োজন পোর্তোয়

নাঈম হাসান পাভেল | প্রকাশিত: ১২:২৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

পর্তুগালের প্রাচীন রাজধানী পোর্তোয় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগিজ ইস্পাকো টি অ্যাসোসিয়েশন ও পর্তুগিজ সরকারের সহযোগিতায় যৌথভাবে এবারের একুশের আয়োজনে ছিল ভিন্ন মাত্রা।

একুশের রাত ৮টায় পোর্তো শহরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। এরপর বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও পর্তুগালের ইমিগ্রেশন হাইকমিশনার পেদ্রো কালাদো, পর্তুগিজ স্যোসালিষ্ট পার্টির নেতা ও সাবেক মন্ত্রী ড. ম্যানুয়েল পিজারো, এন্তোনিও ফনসেকাসহ পোর্তো শহরের বেশ কয়েকজন রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পোর্তো শহরের বিখ্যাত প্যালেসিও এন্তোনিও কমার্শিয়াল দ্য পোর্তো অডিটোরিয়ামে একুশের বিশেষ আলোচনা ও ডিনার অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাংলা ভাষার ইতিহাস ও আন্দোলনের পটভূমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। ভাষা শহীদদের গভীরভাবে স্মরণের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বাংলা ভাষায় পর্তুগিজ ভাষার সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা করেন। পর্তুগিজ-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তিনি।

সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা পর্ব শেষ করেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল।

বাংলা ভাষার ইতিহাস ও ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে জানতে ইউনিভির্সিটি অব পোর্তোর শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় উল্লেখযোগ্য সংখ্যক পর্তুগিজ নাগরিক এবারের আয়োজনে অংশগ্রহণ করেন।

পোর্তোর একুশের আয়োজনে বাংলাদেশ কমিউনিটি লিসবন থেকে যোগ দেন মনজুরুল হোসেন জিন্নাহ, মনিরুল ইসলাম মনির, শাফিউল বাচ্চু, রাইসুল ইসলাম রানা প্রমুখ।

আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

এনএফ/পিআর

আরও পড়ুন