ইতালিতে শীতকালীন তুষার ভ্রমণ
প্রবাসে আনন্দ উল্লাসে মেতে উঠতে নাপলি বিএনপি আয়োজন করেছে শীতকালীন তুষার ভ্রমণ। রোববার নাপলির অদূরে সৌন্দর্যের লীলাভূমি ক্যাম্পো ফেলিস নামক স্থানে এ বনভোজন জমে উঠে। একঘেয়েমি দূর করতেই তুষার ভ্রমণের আয়োজন করে সংগঠনটি।
নাপলি শহর থেকে 8০ জন সদস্যকে নিয়ে যাত্রা শুরু করে নাপলি বিএনপি ও সাপ্তাহিক প্রবাস কণ্ঠ ইতালি। নাপলি জুলিয়ানো বিএনপি সভাপতি সুলেমান বেগ, সাপ্তাহিক প্রবাস কণ্ঠের সম্পাদক মিনহাজ হোসেনের যৌথ পরিচালনায় যাত্রা শুরু হয়।
এছাড়া নাপলি বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে ও নাপলি মহানগর যুবদলের সভাপতি আফিল ডাফাডারের আপ্যায়নে সকাল ৮টা ৩০ মিনিটে নাপলির অদূরে বরফ আর তুষার পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের দিকে আমাদের গাড়ি চলতে থাকে।
যাত্রাপথে সুলেমান বেগ দিনব্যাপী অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা দিতে থাকেন। বাস যাত্রায় আনন্দ ভ্রমণে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি শাহজাহান তালুকদার, এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ইতালি প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন, সাপ্তাহিক প্রবাস কণ্ঠের সংবাদদাতা আবু তালিব মিঠু, ইতালির কণ্ঠ শিল্পী রাহুল খান প্রমুখ।
এ সময় অতিথিরা বক্তব্য দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। বাসের ভেতর সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। আনন্দমুখর পরিবেশে দুপুর ১২টায় গন্তব্যে পৌঁছায় আমরা। দুপুর গড়ালে সবাই ঘুরে ঘুরে স্নো ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। শীতের আমেজ পরিপূর্ণরূপে অনুভব করে ভ্রমণপিপাসুরা। পরিবারের ছেলে-মেয়েরা আনন্দ আড্ডায় মেতে উঠেন।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ প্রশাসনিক সংকট ও ভবিষ্যতের করণীয়: একটি সুষম বিশ্লেষণ
- ২ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ৩ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৪ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৫ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান