ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে বাংলাদেশ সরকারের উন্নয়ন মেলা অনুষ্ঠিত

জমির হোসেন | ইতালি প্রতিনিধি | প্রকাশিত: ১০:১৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৮

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ সরকারের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৮ টায় তরপিনাত্তারা পিসি আই হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

দূতাবাসের শ্রম ও কল্যাণ সচিব এরফানুল হকের পরিচালনায় উন্নয়ন মেলায় বক্তব্য দেন রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, প্রথম সচিব ইরিন ইসলাম, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি,এম কিবরিয়া প্রমুখ।

এ সময় রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, স্বাধীনতার পর বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে।

italy

অনুষ্ঠানে দূতাবাসের সচিব ইরিন ইসলাম দেশের উন্নয়নমূলক প্রামান্য চিত্রের পাশাপাশি বিভিন্ন সেক্টরের উন্নয়ন এবং খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দূতাবাসের কাউন্সিলর ও হেড অব চ্যান্সেলর রফিকুল আলম, গণতান্ত্রিক দলের হুগো পাপি, স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, আব্দুর রব ফকির, জসিম উদ্দীনসহ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলা কমিউনিটির নেতৃস্থানীয় ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন রোমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহেরুল ইসলাম, সুস্মিতা সুলতানা। এ ছাড়া অনুষ্ঠানে পিঠা পরিবেশন করা হয়।

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন