ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবস উদযাপন

লস্কর আল মামুন | লস অ্যাঞ্জেলেস ( যুক্তরাষ্ট্র) থেকে | প্রকাশিত: ১১:০৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত হয়েছে। ক্যালিফোর্নিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিবসটি পালনে আলোচনা সভা, মুক্তিযাদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হত্যা করে উৎসব করবে।

তিনি আরও বলেন, প্রবাসে আওয়ামী লীগের পদ-পদবী’র লড়াই অনেকটাই ব্যক্তিগত সুবিধাগ্রহণ কেন্দ্রিক হওয়ায় দল উপকৃত হচ্ছে না।

ক্যালিফোর্নিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম খান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযাদ্ধা আলহাজ মিয়া আবদুর রব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজান আজাদ, কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক (পশ্চিম অঞ্চল) ডা. রুবী হোসেন, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, ক্যালিফোর্নিয়া স্টেট শ্রমিক লীগের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক নুর চৌধুরী, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সহ সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ফারিস, ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য সাজেদা বেগম, ক্যালিফোর্নিয়া স্টেট স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফিরোজ আলম, মহিলা সংস্হার সভাপতি মুনিরা নাজ ড্যানি তৈয়ব, যুবলীগ নেতা সাইদ ইকরামুল হক বাবু প্রমুখ।

অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ওস্তাদ কাজী নাজির আহমদ হাসিব, প্রকৌশলী সহিদ আলম ও তরুণ কণ্ঠ শিল্পী নাহিদ হাসান রুবেলের সংগীত পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেএইচ/আইআই

আরও পড়ুন