ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আব্দুল হালিম নিহন | সৌদি আরব | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবস উপলক্ষে সৌদির রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংলিশ শাখার শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে দূতাবাস প্রাঙ্গণে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর মো. ফরিদ উদ্দিন আহমেদ, শ্রম কাউন্সিলর মো. সারোয়ার আলম, দূতাবাসের ২য় প্রেস সচিব মো. ফখরুল ইসলাম, কাউন্সিলর কাজী নুরুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জুনিয়র ও সিনিয়র দুইটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিযোগিরা দেশের পতাকা, মানচিত্র, গ্রাম বাংলার দৃশ্যসহ নানা দিক তুলে ধরেন। প্রতিযোগিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফলাফল ১৬ ডিসেম্বর নিজ স্কুলেই দেয়া হবে।

এমআরএম/এমএস

আরও পড়ুন