ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বাংলাদেশ বন্ধু ফোরামের উদ্যোগে আমিরাতে জাতীয় দিবস পালন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | আমিরাত | প্রকাশিত: ১০:০১ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ বন্ধু ফোরাম’ এর উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের ৪৬তম জাতীয় দিবস পালন করা হয়েছে। শনিবার গ্রিন সিটি আল আইনের স্থানীয় জাহেলী পার্কে এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফোরামের সভাপতি ও রশিদা শরীফ কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান এম এ খায়ের নিজামী। উপস্থিত ছিলেন বন্ধু ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আলী মনছুর, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক, ৭১ বাংলা টিভির প্রতিনিধি মুহাম্মদ সরওয়ার উদ্দীন রণি, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি।

এছাড়া মুহাম্মদ জিয়াউল হক ঝুমন, সাংগঠনিক সম্পাদক, কম্পিউটার গ্রাফিক্স স্পেশালিস্ট, আলিনুর রহমান খান, ধর্ম সম্পাদক মুফতি দেলাওয়ার হোসেন, এইচ এম ফারুক হোসেন, সোহেল হোসেন খান, আব্দুল মজিদ ইসলাম, মোহাম্মদ হিরন, মোক্তার হোসেন, ফরিদ ভান্ডারী, নিজাম ঢালী, আবু গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

দক্ষিণ চট্টগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা, মুহাম্মদ আতাউল্লাহ, যুগ্ম অর্থ সম্পাদক রমিজ আহমেদের উপস্থিতিতে সকলে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা হাতে নিয়ে ৪৬তম জাতীয় দিবস পালন ও আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

এমআরএম/আইআই

আরও পড়ুন