ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের আলোচনা সভা

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৭

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তভুক্ত হওয়ায় আলোচনা সভা আয়োজিত হয়।

অসামান্য অর্জন উপলক্ষে রিয়াদ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানকে ৩ পর্বে ভাগ করা হয়। দূতাবাসের উপ-মিশন প্রধান ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কার্যালয় প্রধান ড. মো. ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিবিদ শামিম উসমান, ডা রেজাউল করিম, খাদেমুল ইসলাম, ইন মোহা গোফরান, ফারুক হুসাইন, মো. শাহরিয়ার, আরিফুর রহমান কুদ্দুস প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনোমিক কাউন্সেলর ড. মো. আবুল হাসান, শ্রম কাউন্সেলর মো. সারোয়ার আলম, কাউন্সেলর মো. আসাদুজ্জামান, প্রেস ২য় সচিব মো. ফখরুল ইসলাম, শ্রম ২য় সচিব মো. শফিকুল ইসলামসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তারা।

সভা শেষে দূতাবাসের আইন সহায়তাকারী এ টি মহিউদ্দিন বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

এমআরএম/এমএস

আরও পড়ুন