আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমিরাতে স্মরণসভা
সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্ট হল রুমে আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোসলেম উদ্দীন আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইলিয়াছ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইয়াসিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি ও আমিরাত আখতারুজ্জামান স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ সবুর।
বিশেষ অতিথি অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, আমিরাত আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন, আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দীন চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মহিউদ্দীন মহিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি আহমেদ আলি জাহাঙ্গীর।
বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরু, শারজাহ ব্যবসায়ী ফোরামের সভাপতি লায়ন নজরুল ইসলাম, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি বজল আহমেদ, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল মোস্তফা, চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হারুন রশিদ, মুহাম্মদ হুমায়ন কবির, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতিসংসদের উপদেষ্টা আলহাজ নুরুল আমিন, উপদেষ্টা আবুল হোসেন, উপদেষ্টা এ হামিদ, সহ-সভাপতি বজল আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ আবুধাবির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন চৌধুরী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তাফা চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, দেলোয়ার হোসেন, আমিরাত সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আনছারুল হক আনছার, সংগঠনের অর্থ সম্পাদক গিয়াসুদ্দিন সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আবুধাবি শাখার অন্যতম নেতা মোহাম্মদ আইয়ূব খানসহ অনেকে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিসিষ্ট ব্যবসায়ী ওয়াসিম আহমেদ মারুফ, ব্যবসায়ী আব্দুল মতিন, নাছির উদ্দিন, আনচার নুর, মুহাম্মদ কামাল, আবুল কাশেম, রাসেদ, মুহাম্মদ শহিদ, সাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, মুহাম্মদ নজরুল, মুহাম্মদ জাকিরুল, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ রহিম, মুহাম্মদ জাহিদুল মোস্তফা, জাহিদ, ইকবাল, শাহেদ চৌধুরী, রুবেল, রিয়াজ উদ্দিন টিপু, শেখ আহাম্মেদ, ফয়সাল ও ফয়জুল কাদের প্রমুখ।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া, প্রয়াত নেতা আখতারুজ্জামান চোধুরী বাবুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের উপদেষ্টা আলহাজ নুরল আমিন।
বিএ/এমএস