যুক্তরাষ্ট্রে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্রে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় সময় গত রোববার বিকেলে নিউইয়র্ক জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক এ,কে,এম তারিকুল হায়দার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সদস্য আতিকুর রহমান সুজন ও আমিনুর ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আজাদুর রহমান আজাদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান সাবু, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আহ্বায়ক মোস্তফা জামাল, যুক্তরাষ্ট্র কৃষক লীগের সহ-সভাপতি সমির উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করীম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সদস্য মো. আব্দুল ওয়াহেদ, একরামুল হক সাবু, ইসমাইল হোসেন স্বপন, গণেশ কীর্ত্তনিয়া, ফখরুল ইসলাম, মো. হাবিব, শাহ রহিম শ্যামল, রিয়াজুল কাদির লস্কর মিঠু, সৈয়দ মনিরুল ইসলাম, ফয়সল আহমেদ মুক্তার, এম ডি কামাল উদ্দিন, সফি আনসারী, মো. আরিফুর রহমান, মাসুদুর রহমান, মোহাম্মদ রাসেল, নিউজার্সি স্টেট যুবলীগের সভাপতি নুরুজ্জামান সোহেল, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাফিজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম, রশিদ রানা ও সদস্য ওয়ালি হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুমন মাহমুদ, সহ-সভাপতি মাহফুজ হায়দার ও রায়হানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তৌহিদ, রায়হান কবির বনি ও মো. উজ্জল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক যোবাইর আল হাসান, সদস্য মো. ওমর ফারুক, বেলাল হোসেন, আলহাজ ডা. মো. ফজলুল হক, একেএম জালাল উদ্দিন হাবিব, ব্রঙ্কস বরো যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান, সহ-সভাপতি বজলুর চৌধুরী শিপন, মো. জুয়েল চৌধুরী, সদস্য শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, ম্যানহাটন বরো যুবলীগের সভাপতি শামসুল আলম খান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ দেব, কুইন্স যুবলীগের আহ্বায়ক নান্টু মিয়া প্রমুখ।
তরিকুল ইসলাম বাদলের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রুকসানা মীর্জা, মুক্তার, ন্যান্সিসহ আরও অনেকে।
এমএমজেড/আইআই