ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা

আব্দুল হালিম নিহন | সৌদি | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০২ নভেম্বর ২০১৭

সারাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে বুধবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে একই কারিকুলামে পরিচালিত সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ এবং জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখাতে কেন্দ্র হিসেবে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

এ বছর রিয়াদ এবং জেদ্দা কেন্দ্রে (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৩৪৮ জন শিক্ষার্থী। রিয়াদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুল আলম জাগো নিউজকে জানান, রিয়াদ স্কুলে এবার পরীক্ষার্থী ১৪৬ জন। ছাত্র ৫৮ ও ছাত্রী রয়েছে ৮২ জন এবং অনুপস্থিত ৬ জন।

কেন্দ্রগুলাতে রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যক্রম পরিচালনা করছেন। প্রথম দিনে রিয়াদ কেন্দ্র পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর নুরুল ইসলাম এবং রিয়াদ কেন্দ্র পরিচালনায় রয়েছেন রিয়াদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদরুল আলম অন্যদিকে জেদ্দায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন