ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শাবিপ্রবির ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখছি না: সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেন শেখ ফাকাব্বির নামের এক ছাত্রদলকর্মী। বিষয়টি স্বীকার করে পরে পোস্টটি তুলে নেন তিনি। বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‌‘শাবিপ্রবির ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখছি না। ছাত্র রাজনীতি হোক ছাত্রদের কল্যাণে। তবেই সমৃদ্ধির বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ।’

এর আগে, গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে সৃষ্ট ঝামেলার জেরে ফেসবুকে পোস্ট দেন শেখ ফাকাব্বির। পোস্টে ‘শিবিরের পোলাপান তাকে কক্ষে আটকিয়ে কুপিয়ে জখম’ করার অভিযোগ করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ফাকাব্বির এবং ওই রুমের শিক্ষার্থীদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ফাকাব্বির নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অভন্তরীণ গ্রুপে আরেকটি পোস্ট দেন এবং পূর্বে ছাত্রশিবিরকে নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ পোস্ট দিয়েছেন বলে জানান।

এএএম/কেএসআর