বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন
সাবেক এমপি ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এস এ খালেক অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানান জটিলতায় ভুগছিলেন। তাকে গত বুধবার ইউনাইটেড হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার রাতে ভেন্টিলেটর দেওয়া হয়।
শায়রুল জানান, বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এস এ খালেকের প্রথম জানজা আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও দ্বিতীয় জানাজা দুপুর ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হবে।
কেএইচ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দুই হাজারের বেশি মানুষ হত্যা করেছে
- ২ সড়কে জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি
- ৩ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ৪ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৫ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’