ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আরিফুর রহমান তুহিনের পরিবারকে লাঞ্ছনার প্রতিবাদ নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

ঝালকাঠি জেলার বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন কর্তৃক জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুর রহমান তুহিন ও তার পরিবারকে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির দাবি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করাএ কারণেই তুহিন ও তার পরিবার হেনস্তার শিকার হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক-উস-সালেহীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে নাসিম উদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসির খাল কাটা কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইউম তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত মাসজুড়ে প্রতিনিয়ত মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেয় এবং কাইউমকে খুঁজতে থাকে। তাকে বাসায় না পেয়ে অভিযুক্তরা তার বাবা-মাকে গালাগাল করে এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কাইউমকে দেখে নেওয়ার হুমকি দেয়। এছাড়াও, নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে জানিয়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীদের বাড়িতে যান। এরই মধ্যে স্থানীয় লোকজন চলে আসলে সন্ত্রাসীরা সেখান থেকে চলে যায়।

আরও পড়ুন

আরিফুর রহমানের পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটি এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরণের চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এলজিইডির চলমান উন্নয়ন কাজের ঠিকাদাররা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাসিম উদ্দিন আকনের চাঁদাবাজির কারণে ঠিকমতো কাজ করতে পারছে না মর্মে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তুহিন বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেন এবং চাঁদাবাজির বিপক্ষে সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন।

এনএস/এএমএ/জেআইএম