শেখ হাসিনা দেশে এলে সব খুনের হিসাব নেওয়া হবে: রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা দেশে এলে ওয়েলকাম জানাবো। হাসিনা দেশে এলে সব খুনের হিসাব নেওয়া হবে। তিনি দেশে আসবেন ফাঁসিতে ঝোলার জন্য।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর দারুস সালামের গোলারটেক ইদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে এ কথা বলেন রেজাউল করিম।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি বলেন, শেখ হাসিনা বিগত দিনে জঙ্গি আখ্যা দিয়ে অন্যায়ভাবে দেশে গুম-খুন করা হয়েছে। আর দেশকে ডাকাতের খনিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, আমাদের কিছু বন্ধু পুরানো ক্যাসেট বাজাচ্ছেন। এসব ভুয়া ক্যাসেট ভুলে বাজাচ্ছেন কি না? নাকি তাদের মাথায় সমস্যা তা দেখতে হবে।মুক্তিযুদ্ধারা স্বাধীনতা এনে দিলেও এখনো এর সুফল পাইনি মানুষ। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। এখন দেশের শান্তির জন্য দরকার আল্লাহর আইন।
সমাবেশে তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আহ্বান জানান।
এএএম/এমএএইচ/
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দুই হাজারের বেশি মানুষ হত্যা করেছে
- ২ সড়কে জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি
- ৩ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ৪ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৫ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’