বেফাক-হাইয়াতুল উলয়ার থেকে হাসিনার দোসরদের অপসারণের দাবি
গণঅভ্যুত্থানের চারমাস হলেও মাদরাসা শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিবাদের দোসরমুক্ত করা হয়নি বলে উল্লেখ করেছেন সচেতন কওমি ছাত্রসমাজ। কয়েক দফা আলোচনা হওয়ার পরও এই দোসররা বহাল তবিয়তে বলে জানান তারা। এদের দ্রুত বহিষ্কার না করা হলে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বুধবার (১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক ও হাইয়াতুল উলয়া থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলন আয়োজন করে সচেতন কওমি ছাত্রসমাজ।
এ সময় তারা বলেন, কিছু কর্মকর্তা ফ্যাসিবাদের দোসরদের বাঁচাতে চায়। আমরা তাদের বলতে চাই ফ্যাসিবাদের দোসরদের যদি বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে বেফাকের বিষদাঁত উপড়ে ফেলা হবে। আমাদের শিক্ষাবোর্ড বেফাককে ফ্যাসিস্ট দোসরমুক্ত করতে আমরা আবারও আন্দোলন করবো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার একজন দায়িত্বশীল উবায়দর রহমান খান নদভীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি সম্প্রতি টঙ্গী মাঠে নিজামের চারজন তাবলিগের সঙ্গী হত্যাকাণ্ডে একজন অন্যতম পরিকল্পনাকারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম ফেসবুক লাইভে এ অভিযোগের পর বেফাকের কাছে তিনি অভিযোগের স্বপক্ষে সাক্ষী ও প্রমাণ পেশ করেছেন।
তারা জানায়, অভিযোগের উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর থেকেই নদভীসহ ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অপসারণের দাবিতে মাঠে নেমে এসেছে সচেতন কওমি ছাত্রসমাজ।
আগামী শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছে সচেতন কওমি ছাত্রসমাজ। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের কওমি মাদরাসাগুলোতে গণসংযোগ করবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল আহাদ তওহীদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন তহা মাহমুদ, আবুল হাসানাত মেহরাব প্রমুখ।
এএএম/এমআরএম