খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বাড়ির মালিক মারা গেছেন
বিএনপির বিশেষ সম্পাদক এবং গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাড়ির মালিক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানান।
শায়রুল জানান, বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুর খবরে তাৎক্ষণিক তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া বিএনপি নেতাকর্মীদের কাছে সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়া নিজ এলাকায়ও বিএনপি নেতাকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সমাদৃত।
তিনি বলেন, নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। তার মতো আদর্শনিষ্ঠ ও নীতিবান রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমাবেদনা জানান তারেক রহমান।
আবু নাছের মোহাম্মদ ইয়াহিয়ার মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক জানিয়েছেন।
কেএইচ/এমকেআর/এএসএম