শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে: জামায়াত আমির
শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ, টেন্ডারবাজদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে গড়ে তোলা না গেলে এই জাতি বারবার পথ হারাবে।
আরও পড়ুন:
- চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম
- ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু
- সকালে শিবিরের সম্মেলন, বিকেলে বৈষম্যবিরোধীর ‘মার্চ ফর ইউনিটি’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪ এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। ২০০৬ সালের ২৮ অক্টোবরের কথা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, সেই সরকার জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করার অনুমতি দিয়েছিল। তাদের সময়ে নামাজি ছাত্রদের দেখলেই তাকে জামায়াত শিবির বলা হতো। আবরার ফাহাদকে তারা হত্যা করে। তার দোষ ছিল সে নামাজ পড়তো।
এএএম/এসএনআর