আগামী নির্বাচনে চাঁদাবাজদের জয়ী হতে দেবে না জনগণ: সেলিম উদ্দিন
জনগণ আগামী নির্বাচনগুলোতে কোনো অসৎপ্রবণ বা চাঁদাবাজকে শুধু এমপি নয় বরং কমিশনার পদেও বিজয়ী হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর হোসেন মার্কেট চত্বরে মোহাম্মদপুর থানা (পশ্চিম) জামায়াত আয়োজিত এক বিশাল সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আওয়ামী-বাকশালীদের অপশাসন-দুঃশাসনে দেশ এখন নষ্টদের দখলে চলে গেছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ এবং সমাজ বিরোধীরা রাজনীতিসহ রাষ্ট্রের সব কিছুই নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী দেশের প্রচলিত ধারার রাজনীতির বিপরীতে নতুন ধারার রাজনীতি জাতিকে উপহার দিতে বদ্ধপরিকর। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে অসৎপ্রবণদের রাজনীতির ময়দান থেকে বিতাড়িত করে সৎ, যোগ্য ও আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পন করা।
তিনি বলেন, ফ্যাসিবাদী লুটেরারা বিগত ৫৩ বছর দেশকে লুটেপুটে খেয়েছে। কিন্তু তাদের আর নতুন করে সুযোগ দেওয়া হবে না। তারা জনগণের সেবার নামে দেশের সাড়ে ১২টা বাজিয়ে দিয়েছে। কিন্তু আমরা সে অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে চাই। আমরা ক্ষমতায় গেলে দেশে শিক্ষা গ্রহণকে সহজীকরণ করবো ইনশাআল্লাহ।
থানা আমির মাসুদ উজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
এএএম/এমএইচআর