ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিজয় দিবসে ঢাকায় ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের কর্মসূচি হিসেবে মোহাম্মদপুরের শহীদ পার্ক টাউন হলে এসব শীতবস্ত্র উপহার দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদ, উপস্থিত ছিলেন ছিলেন শাখা সেক্রেটারি হাফেজ আবু তাহের এবং অন্যান্য দায়িত্বশীলরা।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম বলেন, মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষের দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালী সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এএএম/এমআইএইচএস