ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি
হান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মুহাম্মাদ আলাউদ্দীনের সঞ্চালনায় এবং ঢাবি সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
তিনি বলেন, দ্রুতই ডাকসুসহ সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিগত স্বৈরাচার আমলের মতো কোনো নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দেখতে চায় না। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী স্বৈরাচারবিরোধী সব সংগঠনের অংশগ্রহণ ও পরামর্শের ভিত্তিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এদেশের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন। যার মাধ্যমে ক্যাম্পাসে তারা তাদের অধিকার আদায়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এই যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দিয়েই শুরু করতে হবে।
মাহবুবুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের স্বাধীনতার উন্মেষকেন্দ্র। ২০২৪ সালেও স্বৈরাচার পতন আন্দোলনে সবার আগে জেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
তিনি আরও বলেন, এবারের বিজয় দিবসে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ইসলাম প্রতিষ্ঠায় আমাদের শপথ নিতে হবে। হিজাবফোবিয়া রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ক্যাম্পাস প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, উবায়দুল্লাহ মাহমুদ, ঢাবি শাখার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক ইলিয়াস তালুকদার, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলামসহ অনুষদ ও বিভাগের নেতারা।
এমএইচএ/এমএইচআর/জিকেএস