দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সিপিবি সভাপতির
দেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় শহীদ মিনারে পতাকা মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশ শেষে পতাকা মিছিল পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিপিবি সভাপতি বলেন, নির্বাচিত সরকার গঠিত হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, দেশে শৃঙ্খলা ফিরে আসবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সংস্কার সম্ভব তা সম্পন্ন করে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, রেজাউল কবীর, কৃষক নেতা আবদুল নবী, প্রকৌশলী এনামুল হক মঞ্জু, সেহাব উদ্দিন সাইফু ও শিমুল ধর।
এমডিআইএইচ/বিএ