ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ভাসানী ছিলেন আপসহীন যোদ্ধা: মির্জা ফখরুল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ ডিসেম্বর ২০২৪

মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে এক বাণীতে আজ এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কণ্ঠে উচ্চারিত হতো বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দাবি। তিনি ছিলেন মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক আপসহীন যোদ্ধা।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম তুর্যবাদক মওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁকড়ে ধরে রাখতে পারলেই ভবিষ্যতে গণতন্ত্র বিরোধীফ্যাসিবাদী ও আগ্রাসী শক্তিকে আমরা রুখতে সক্ষম হবো ইনশাল্লাহ্।

বিএনপির মহাসচিব আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদের প্রেরণা জোগাবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও জনঅধিকার পূন:প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

এমআরএম/এএসএম