বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বাড়লো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন করে আরও চারজনকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন করে অন্তর্ভুক্ত চার সদস্য হলেন- জাহিদ আহসান, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আকরাম হোসেন রাজ এবং আশিক আহমেদ।
গত ২১ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র হিসেবে উমামা ফাতেমার নাম ঘোষণা করা হয়েছিল।
এনএস/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ
- ২ শহীদ-আহতদের ত্যাগের স্বীকৃতি দিতে অনেকেরই দ্বিধা: শিবির সভাপতি
- ৩ খুনি হাসিনার জন্য ভারতের রাজনীতিকরা মায়াকান্না করছে: রিজভী
- ৪ অর্ধযুগ পর খালেদা জিয়ার প্রকাশ্য উপস্থিতি যে বার্তা দিচ্ছে
- ৫ সংস্কারের উসিলায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়