ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বাড়লো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৫ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন করে আরও চারজনকে নির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন করে অন্তর্ভুক্ত চার সদস্য হলেন- জাহিদ আহসান, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আকরাম হোসেন রাজ এবং আশিক আহমেদ।

গত ২১ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ও মুখপাত্র হিসেবে উমামা ফাতেমার নাম ঘোষণা করা হয়েছিল।

এনএস/ইএ