ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচনী রোডম্যাপ দিলে জনগণ সরকারের প্রতি আশ্বস্ত হবে: মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, তাদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। তাহলে জনগণ এই সরকারের প্রতি আশ্বস্ত হবে।’

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে মোশাররফ বলেন, কোনো কোনো জায়গায় ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ করে, তারপর এই দেশে নির্বাচন দেবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সরকার অতি দ্রুত রোডম্যাপ দেবে।

তিনি বলেন, জনগণ যাকে চায়, স্বাধীনভাবে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তাহলেই অন্তর্বর্তী সরকার সফল হবে। আমরা এই সরকারের সফলতা কামনা করি। কেননা যদি তারা ব্যর্থ হয়, যদি সঠিকভাবে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশে আরও অনেক দুর্দশা অপেক্ষা করছে।

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত। এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতি ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়ে গেছে। সে জন্য সংস্কার প্রয়োজন। আমরা (বিএনপি) বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল এই সরকারকে সমর্থন দিয়েছি। আমরা এও বলেছি, যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না। এই সরকারের পক্ষে সংস্কার কার্যক্রম শুরু করা সম্ভব। এটা একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারে চলতে হলে, ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের বাকি অংশ সংস্কার করতে হবে।

কেএইচ/জেডএইচ/