ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৮ পিএম, ২১ নভেম্বর ২০২৪

‘ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। ভুটানের সঙ্গে আমাদের বাণিজ্যিক বিষয়টি বড় পরিসরে নিয়ে যেতে চায়। আমরা বলেছি, এখানে একসঙ্গে কাজ করার সুযোগ আছে। আলোচনায় সার্কের বিষয়টা গুরুত্ব পেয়েছে’।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনসহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম/এএসএম