ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মধ্যরাতে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ১২:২৯ এএম, ১০ নভেম্বর ২০২৪

বিদেশে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগ থানা ছাত্রদল।

শনিবার (৯ নভেম্বর) দিনগত রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে মিছিলটি বাংলামোটর হয়ে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, শাহবাগ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাওলাদার, রুবেল বেপারী, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম, সদস্যসচিব সবুজসহ শাহবাগ থানা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাকিল হোসেন সাদ্দাম বলেন, শেখ হাসিনা দেশে ১৫ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দেশের মানুষকে শান্তিতে থাকতে না দিয়ে গুম, খুন, হত্যাসহ নানা ধরনের অপকর্ম চালিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ভারতে পালিয়ে গেছেন। শুধু পালিয়ে গিয়েই ক্ষান্ত হয়নি, ভারতে বসে এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছেন। বাংলাদেশের মানুষ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে।

এমএইচএ/এমকেআর