ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সেলিম উদ্দিন

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৮ এএম, ৩০ অক্টোবর ২০২৪

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে আল্লাহর দ্বিনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে আলেম-ওলামাদের ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পূর্ব থানার পীরেরবাগ পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, আল্লাহর দ্বিন প্রতিষ্ঠায় কোনো মতবিরোধের সুযোগ নেই। দ্বিন প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে এসে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও কাফরুল জোন পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক। সাইফুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন থানা আমির মোহাম্মদ শাহ আলম তুহিন। আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির আনিসুর রহমান, ওয়ার্ড সভাপতি মাহবুব কবির প্রমুখ।

এএএম/কেএসআর