বড়দিন ও নববর্ষ : খালেদার শুভেচ্ছা বিনিময়
বড় দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিএনপির গুলশান কার্যালয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাত ৯.৩৫ মিনিটে বড়দিনের কেক কাটেন সাবেক এ প্রধানমন্ত্রী।
শুভেচ্ছা অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক এডভোকেট গৌতম চক্রবর্তী উপস্থিত ছিলেন।
খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টা, ক্ষুদ্র জাতি গোষ্ঠি নামে একটি সংগঠনের সভাপতি মৃগেন হাগিদক, সাধারণ সম্পাদক অধ্যাপক মার্শেল এম চিরান, এডভোকেট জন গোমেজ, আর্চ বিশপ পৌলিনুস কস্টা, সুব্রত উইলিয়াম রোজারিও, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পাপরি আলফ্রেড প্রমুখ।
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দুই হাজারের বেশি মানুষ হত্যা করেছে
- ২ সড়কে জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলো বিএনপি
- ৩ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ৪ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৫ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’