ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৯ অক্টোবর ২০২৪

বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এখানে সবার পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করি না, সবার পরিচয় বাংলাদেশি।’

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপে শৃঙ্খলায় নিয়োজিত কর্মীদের এসব কথা বলেন তিনি।

মীর হেলাল বলেন, ‘গত ১৭ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আওয়ামী লীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো কিন্তু সাম্প্রদায়িক উসকানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো। সারা বাংলাদেশে মন্দিরে হামলা করে বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে। এখন ফ্যাসিবাদীরা নেই, কিন্তু তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দুর্গাপূজার সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপি।’

তিনি বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোনো ভয়ভীতি ছাড়া আনন্দ উদযাপন করে যাতে পূজা অনুষ্ঠিত হয় সেজন্য তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি।’

এসময় উপস্থিত ছিলেন- হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম অহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, যুগ্ম আহ্বায়ক সাহেদুল আজম সাহেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খালেক, উত্তর জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক নুরুল আমীন প্রমুখ।

এমডিআইএইচ/কেএসআর