বিএনপি-জামায়াতকে নৈরাজ্য করতে দেয়া হবে না : নাসিম
আন্দোলনের নামে বিএনপি-জামায়াতকে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নৈরাজ্য কারিদের এদেশে আর কোনো হত্যাকাণ্ড চালাতে দেয়া হবে না। রাজাকার জামায়াতকে সঙ্গে নিয়ে এদেশে নৈরাজ্য ও তান্ডব চালাতে আর সুযোগ দেয়া হবে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, আমাদের হুমকি দেবেন না। আপনি কাকে ভয় দেখান? আমাদের আন্দোলনের ভয় দেখাবেন না। ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনের আগে ৩ মাস বাংলার মানুষ আপনার নৈরাজ্য দেখেছে। এক মুহূর্তের জন্যও আপনাদের রাজপথে নামতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, এদেশে নির্বাচন অবশ্যই হবে। তবে ২০১৯ সালের ১ দিন আগেও না। ২০১৯ সালের আগে নির্বাচনের প্রশ্নই আসে না। বেগম জিয়া, নির্বাচনে না এসে আপনি ভুল করেছেন। এখন অপেক্ষা করতে হবে। ২০১৯ সালে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে এ দেশে মার্শাল ‘ল’ হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছেন। খালেদা জিয়া বিদেশীদের উস্কানিতে রাজাকারদের সাথে নিয়ে অপরাজনীতি করেছে। মানুষ পুড়িয়ে মেরেছে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামূল হকের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় নেতা খাইরুজ্জমান লিটন এমপি, মির্জা আজম এমপি, আবদুল ওয়াদুদ এমপি, গোলাম মোস্তফা এমপি, গোলাম রব্বানি এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মোহাম্মদ নাসিম চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতাদের সঙ্গে বৈঠক করেন।