ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি নেতা টিপুর দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৫ পিএম, ০৭ অক্টোবর ২০২৪

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপুর দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজধানী দক্ষিণখান এলাকায় একই মঞ্চে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বসিয়ে বক্তৃতা করানোর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

jagonews24.com

কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন, তা সন্তোষজনক নয়। সুতরাং আপনার প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এএএইচ/কেএসআর