ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রোববার দেশে ফিরছেন টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

দীর্ঘদিন বিদেশে থাকার পর আগামীকাল (রোববার) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, চিকিৎসা শেষে ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আগামীকাল ৬ অক্টোবর রোববার দুপুর ১২টায় বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। সেখান থেকে সরাসরি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।

কেএইচ/এমএইচআর/জেআইএম