ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি, পুলিশে সোপর্দ বিএনপির

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৩ অক্টোবর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামের এক ব্যক্তি। পরে তাকে গুলশান থানা পুলিশে সোপর্দ করে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আরিফ হোসেনসহ আরও চারজন গুলশান-২ গোল চত্বরের পাশের একটি ক্যাফেটেরিয়ায় এসে চাঁদা দাবি করেন। এসময় তিনি বিএনপি মহাসচিবের এপিএস হিসেবে পরিচয় দেন। এতে ক্যাফেটেরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানের বিএনপি কার্যালয় নিয়ে যায়। তবে ওই সময়ে বাকি তিনজন কৌশলে পালিয়ে যায়।

আরিফ হোসেনকে গুলশান কার্যালয়ে নেওয়ার পর সেখান থেকে পুলিশে খবর দেন কার্যালয়ের কর্মকর্তারা। গুলশান থানার এসআই আনোয়ারের নেতৃত্বে তাকে থানায় নেওয়া হয়।

সূত্র জানায়, চাঁদাবাজকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি ঢাকার পল্লবীতে থাকেন।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম