ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দখল-চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিঠু দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার দপ্তরে অভিযোগের পর বিএনপি থেকেও বহিষ্কার হয়েছেন উত্তরা-পশ্চিম থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠু।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সই করা চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

উত্তরা-পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজমল হুদা মিঠুর বিরুদ্ধে দখল-চাঁদাবাজিসহ নানান অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠে। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে দুলাল আহমেদ নামে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৭টি অভিযোগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলো বিএনপি।

এএএইচ/কেএসআর/জেআইএম