ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কুষ্টিয়া জেলা বিএনপির নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৫ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

দুই সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

কেএইচ/এমএসএম