ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পাহাড়ি-বাঙালি বিভাজন বন্ধ করুন: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪

আমার বাংলাদেশ পার্টি বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। দলটি মনে করে, আদিবাসী-সেটলার শব্দচয়ন মোটেই যৌক্তিক নয়। তারা সবাইকে বাংলাদেশি, পার্বত্য চট্টগ্রামবাসী হিসেবে বিবেচনা করে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম প্রমুখ।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অপরাধী বাঙালি-উপজাতি, হিন্দু-মুসলমান যেই হোক না কেন, তাকেই ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। দেশের নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সেটি যেন কোনো অবস্থাতেই অগ্রাধিকারের বাইরে চলে না যায়। সে ব্যাপারে আমরা সরকারকে সতর্ক করছি।

এবি পার্টি পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য ‘ন্যায় কমিশন’ গঠন করার প্রস্তাব দিয়েছে।

এএএম/এমএইচআর/জেআইএম