ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বাণিজ্য সংস্থা সমন্বয়ের জন্য খসরু-মিন্টুর নেতৃত্বে বিএনপির কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাণিজ্য সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধীদলীয় সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী সপ্তাহের মধ্যে সব দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান, প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটিগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেএইচ/এমএইচআর