ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইসরাইলের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে

প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ জুলাই ২০১৪

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইসরাইলের ইহুদিদের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকতে পারে। গাজায় হামলা নিয়ে সরকার, আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। ১৪ দল থেকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত জোটে অনেক ইসলামী দল থাকা সত্ত্বেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে বিবৃতি প্রদানের মধ্যেই তারা সীমাবদ্ধ।

রোববার সকালে জাতীয় গণগ্রন্থাগারে বাংলাদেশ নাগরিক সেবা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চার দলীয় জোট ক্ষমতায় থাকার সময় একবার ইসরাইলী বাহিনী ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালায়। ওইসময় বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সংসদে নিন্দা প্রস্তাব আনলেও বিএনপি তা সমর্থন করেনি। আসলে ইহুদি লবি এবং এদের পৃষ্ঠপোষকদের খুশি করার জন্যই বিএনপি এ ব্যাপারে সরব নয়।  তিনি বলেন, বিএনপি-জামায়াত শুধু মুখেই ইসলামের কথা বলে। তাই দেশবাসী নয় সকল মুসলমানদের এই  বর্ণচোরাদের প্রতিহত করা উচিত। চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজি সেলিম, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, বলরাম পোদ্দার প্রমুখ।