ধানমন্ডি ৩২ নম্বরে হামলার শিকার কাদের সিদ্দিকী, গাড়ি ভাঙচুর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, সকাল ৭টার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। দু-একজন সালাম দিয়ে ফিরে যেতে বলেছে—এটা খুবই ভালো লেগেছে। আমি গাড়ির ভেতরে থাকা অবস্থায় কয়েকজন ঢিল ছুড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।
তিনি বলেন, গত ১৫-১৬ বছর আওয়ামী লীগ গায়ের জোরে চলেছে। এখনো চর দখলের মতো চলছে। এসব করলে জীবন দিয়ে ছাত্রদের আনা সফলতা ক্ষতিগ্রস্ত হবে।
কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত বলেও মনে করেন কাদের সিদ্দিকী।
দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হলো, তারা ১৬ বছর রাষ্ট্র চালিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেননি। বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না।
এমকেআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ গোপালগঞ্জ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন গ্রেফতার
- ২ হাদির আসনে প্রার্থী দিতে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের আকুতি
- ৩ নাহিদের জন্য আসন ছেড়ে শুভকামনা জানালেন জামায়াতের প্রার্থী
- ৪ প্রথম দিনের অফিস শেষে মাকে দেখতে এভার কেয়ারে তারেক রহমান
- ৫ আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তোলার আহ্বান রিজভীর