আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মির্জাপুরে প্রস্তুতি সভা
২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে টাঙ্গাইলের মির্জাপুরে প্রস্তুতি সভা হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর প্রেস ক্লাবে উপজেলা আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তর সঞ্চালনায় পৌরসভার সাবেক দুই মেয়র শহীদুর রহমান, অ্যাডভোকেট মোশারফ হোসেন, ভাতগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল ও আব্বাস বিন হাকিম, যুগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সোহেল রানা, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (পশ্চিম) ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন সিকদার, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন খান, মীর মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে দলীয় নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এস এম এরশাদ/জেডএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরে যাওয়ার রুট প্রকাশ
- ২ যারা নির্বাচন চায় না, তারাও ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক
- ৩ ‘আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন’
- ৪ ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের
- ৫ খালেদাকে লন্ডন নিতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়