ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি`র নতুন কমিটিকে পর্যবেক্ষণ করছে সরকার

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২০ জুলাই ২০১৪

বিএনপির নতুন মহানগর কমিটিতে জামায়াতের সম্পৃক্ত আছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি হুঙ্কার দিচ্ছে আন্দোলনের। বিএনপির আন্দোলন করার মত ক্ষমতা নেই। জামায়াত সম্পৃক্তদের মহানগর কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন করেন।

কামরুল ইসলাম আরও বলেন, তাদের মহানগর কমিটি ঢেলে সাজানো হয়েছে। মহানগরের নতুন কমিটিও আন্দোলন করতে পারবে না। এদের দায়িত্ব দেওয়া হয়েছে সন্ত্রাস করার জন্য। আমরা তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছি।

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দুই ছেলে ওমরার নামে দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করার জন্য সৌদি আরবে গেছেন বলেও মন্তব্য করেন।

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ৫ জানুয়ারির নির্বাচনকে ত্রুটিযুক্ত বলার পর অনেকে মনে করছেন, দেশে মধ্যবর্তী নির্বাচন হবে। তাদের উদ্দেশে তিনি বলেন, এই মুহুর্তে মধ্যবর্তী নির্বাচন বা সংলাপের সম্ভাবনা নেই। নির্বাচন হবে নির্ধারিত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, জ্ঞানপাপী বুদ্ধিজীবী ও বিএনপির নেতারা তালপট্টি নিয়ে হা-হুতাশ করছেন। তারা আমাদের সফলতা দেখতে চায় না। বিজয় সহ্য করে না। তাদের সমালোচনা করতে চাই না। আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

গাজায় হামলায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো গাজায় বর্বরোচিত হামলা করে হত্যা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং তারা পরোক্ষভাবে ইসরায়েলকে মদদ দিচ্ছে। আমরা জেনেছি, জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজায় সফরে যাবেন। তিনি সফল হবেন কি না জানি না, আমি আশা করি এ এ হামলা বন্ধে তিনি সফল হবেন।

সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক রাষ্ট্রদুত মমতাজ হোসেন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ।