ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

হকার সমাবেশে সেলিম

জীবিকা উচ্ছেদ হলে জনগণ ক্ষমতা থেকে উচ্ছেদ করে দেবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সিপিবির সাবেক সভাপতি জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ক্ষমতাসীন সরকার জনসাধারণের কর্মসংস্থানের মৌলিক অধিকারকে সংকুচিত করে চলেছে। তারা বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির কথা মুখে বললেও বাস্তবে চরম কর্মহীনতা বর্তমানে দেশের প্রধান সংকট হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেন, সংবিধানের ঘোষণা বাস্তবায়নে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও বিকল্প ব্যবস্থা না করে কোনো ব্যক্তির ন্যায়সঙ্গত কর্মসংস্থানের অধিকার হরণ করা চলবে না।

সোমবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে হকারদের কেন্দ্রীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন মোড় ঘুরে গুলিস্তান ফুলবাড়ীয়া হয়ে ঢাকা ট্রেড সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অগণতান্ত্রিক পথে ক্ষমতাসীন সরকার মানুষের জীবিকা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখলে দেশের জনগণও তাদের ক্ষমতা থেকে উচ্ছেদের চূড়ান্ত সংগ্রাম শুরু করবে। তিনি অবিলম্বে বিকল্প ব্যবস্থা না করে হকারসহ শ্রমজীবী মানুষের ওপর বলপ্রয়োগ ও উচ্ছেদ বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে কোনো সাধারণ আয়ের মানুষের পক্ষে খেয়ে-পরে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সারাদেশে ক্রমাগত খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান উচ্ছেদ চলছে। নির্বিচারে হকার, ব্যাটারিচালিত যানবাহন, দিনমজুরদের রুটি-রুজির অবলম্বন বন্ধ করার অভিযান পরিচালনা করছে সরকার। ফলে একদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কষাঘাতে মানুষ জর্জরিত, অন্যদিকে রুটি-রুজি বন্ধ হয়ে শ্রমজীবী মানুষ নীরব দুর্ভিক্ষের কবলে পড়েছে।

সমাবেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের বংশাল, কোতোয়ালী, সূত্রাপুর ও সদরঘাট এলাকায় নির্বিচারে হকার উচ্ছেদ ও মালামাল ধ্বংসের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে জীবিকা সুরক্ষা আইন প্রণয়ন ও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন নেতারা।

সমাবেশ থেকে বলা হয়, মহান মে দিবসের পূর্বে হকারদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ না হলে আগামী মে দিবসে কেন্দ্রীয় সমাবেশ থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাশিম কবীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক হযরত আলী, কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মঞ্জুর মঈন, আফছার উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক আনিস পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা মো. ফিরোজ ও রহিম উল্লাহ্ রাকিব।

ইএআর/এমকেআর/এমএস