ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সবকিছুরই শেষ পরিণতি আছে, কেউ রেহাই পাবে না: সরকারকে ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৮ এএম, ১২ মার্চ ২০২৪

দুষ্কৃতকারীরা যতই ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পাক না কেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছুরই শেষ পরিণতি আছে বলেও হুঁশিয়ারি করেন তিনি।

সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। রোববার লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাতে বিশ্বাস করে না। শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দুঃশাসন জিইয়ে রাখতেই অতিশয় উৎসাহী। গত দেড় দশক ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে সরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘লালমনিরহাটে খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে দুষ্কৃতকারীদের দ্বারা হত্যা এক ভয়ানক দৃষ্টান্ত। জনগণ এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতেই করবে ইনশাআল্লাহ। সবকিছুরই শেষ পরিণতি আছে।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে ফেরদৌস আলীকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত ফেরদৌস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

কেএইচ/কেএসআর