ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আব্বুর মৃত্যুর পর তার নাম-নিশানা মুছে ফেলা হয়েছিল: সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৯ মার্চ ২০২৪

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ পুত্র সাদ এরশাদ বলেন, আব্বুর মৃত্যুর পর দল থেকে পল্লীবন্ধুর নাম নিশানা প্রায় মুছে ফেলা হয়েছিল।

শনিবার (৯ মার্চ) দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রওশনপন্থি জাতীয় পার্টির সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাদ বলেন, আপনাদের দেখে মনে হলো পল্লীবন্ধু এরশাদকে মুছে ফেলার শক্তি কারো নেই। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।

তিনি বলেন, আজ আমার অনেক বেশি ভালো লাগছে। আমার আব্বুর রেখে যাওয়া তার প্রিয় সংগঠন জাতীয় পার্টিকে আবার সুসংগঠিত করার অঙ্গীকার নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে শিশু বয়সেই মায়ের হাত ধরে আমাকে জেলে যেতে হয়েছিল উল্লেখ করে সাদ বলেন, আজ আবার রাজনীতির জন্য মায়ের হাত ধরে আপনাদের সামনে এসেছি।

তিনি বলেন, আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেন তাহলে আমিও অঙ্গীকার করছি আব্বুর দেখানো পথ ধরে আমি সবসময় আপনাদের সঙ্গে নিয়ে দেশ ও জনগণের সেবা করে যাবো।

এসএম/এমআরএম/এমএস