জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করলো জিয়া স্মৃতি পাঠাগার
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন করেছে জিয়া স্মৃতি পাঠাগার। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের ষষ্ঠতলায় জিয়া স্মৃতি পাঠাগারে এ কেক কাটা হয়।
অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক নাদিয়া পাঠান পাপন, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, হা ন ম শরিফুল ইসলাম শাহজী, সমাজকল্যাণ সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপিসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নেতারা জানান, এ অনুষ্ঠান দেশব্যাপী জিয়া স্মৃতি পাঠাগারের শাখা লাইব্রেরিগুলোতেও পালিত হয়েছে। জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক ভিশন প্রচারে জিয়া স্মৃতি পাঠাগার কাজ করে যাচ্ছে।
কেএইচ/এমএএইচ/জেআইএম