ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাতীয় পার্টির এমপিদের শপথ না নেওয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে আজ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। তবে নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নাও নিতে পারেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাগো নিউজকে তিনি বলেন, কাল শপথ নাও নিতে পারেন। পরশু আমরা সিদ্ধান্ত নেবো বসে। তারপর সিদ্ধান্ত হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বরাবরের তো জাতীয় পার্টি (জাপা) ছিল আলোচনায়। বিএনপির নির্বাচন বর্জনের মধ্যে জাপার নির্বাচনে আসা না আসা নিয়েও ছিল দোলাচল। জিএম কাদের ও রওশন এরশাদের অনেক নাটকীয়তার পর ক্ষমতাসীনদের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে আসে দলটি। সেই সমঝোতার ২৬ আসনের মধ্যে মাত্র ১১টিতে জয় পেয়েছে।

এসএম/এসএনআর/জেআইএম