বেনাপোল এক্সপ্রেসে আগুন
জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির
ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জাতিসংঘের মাধ্যমে এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস ট্র্রেনে আগুন লাগিয়ে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ এবং মানবতার পরিপন্থি এক হিংস্র নিষ্ঠুরতা। আমি এ ঘটনার ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই।’
‘২০১৪ ও ’১৫ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন যখন তুঙ্গে সেই মুহূর্তে অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতকারীরা জনদৃষ্টিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। আজকের ঘটনাসহ সম্প্রতি সেই মনুষ্যত্বহীন প্রাণবিনাশী অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আজ বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দগ্ধ হয়ে হতাহতের ঘটনা সেই পুরোনো কৌশলকেই ব্যবহার করা হয়েছে। গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে নেতাকর্মীদের আত্মবিশ্বাসী উচ্চারণ জনসমর্থিত হওয়ায় এর প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহল দিশেহারা হয়ে গভীর চক্রান্ত ও নাশকতার ওপর ভর করেছে। এই অমানবিক ঘটনা পূর্বপরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক।’
রিজভী বলেন, ‘পৃথিবীর সব স্বৈরাচারই ভিন্নমতকে দমন করার জন্য সন্ত্রাস ও নাশকতার পন্থা অবলম্বন করে। আজ দুষ্কৃতকারীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে যে ধ্বংস ও বিপদের পথ উন্মোচন করলো তাতে দেশ ও জাতিকে এক গভীর খাদের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এ ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।’
রিজভী বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে অবিলম্বে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে জীবনহানি ও জখম করার কাপুরুষোচিত ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।
কেএইচ/এএসএ/বিএ
টাইমলাইন
- ০৫:১২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ যে দৃশ্য ছুঁয়ে গেছে মানুষকে
- ০৩:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ দগ্ধ আরও একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- ০২:৫০ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ‘ট্রেনে অগ্নিসংযোগ করার ঘটনা দেখেছেন যাত্রীরা’
- ০২:৩২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ঢামেক মর্গে ৪ মরদেহ, শনাক্ত করতে পারছেন না স্বজনরা
- ০২:১৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- ০২:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ ১৭ দিনেও শনাক্ত হয়নি মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতাকারীরা
- ০১:৫২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনার রেলমন্ত্রীর শোক
- ০১:৪৪ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির
- ০১:৩৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ নিহত চারজনের মরদেহ ঢামেকে
- ০১:২৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ রেলওয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি
- ০১:১২ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসের শিডিউল বাতিল, বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ট্রেন
- ০১:০৩ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে, দুজনের অবস্থা আশঙ্কাজনক
- ১২:৪৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসের আগুন পরিকল্পিত: ডিএমপির অতিরিক্ত কমিশনার
- ১২:৩৬ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ রেলে আগুন: সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের হেফাজতে
- ১২:১৫ এএম, ০৬ জানুয়ারি ২০২৪ নাশকতা কি না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১১:৫২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে: আইনমন্ত্রী
- ১১:৪২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ ‘ট্রেন চলন্ত থাকায় বাতাসে অল্প সময়ে আগুন বেড়ে যায়’
- ১১:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ বেনাপোল এক্সপ্রেসে আগুনে চারজন নিহত: ফায়ার সার্ভিস
- ১১:১১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ ‘ছোট ভাইয়ের স্ত্রীকে খুঁজে পাচ্ছি না, বাচ্চাটা পেয়েছি’
- ১০:৪৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ চারজনের মরদেহ উদ্ধার: র্যাব
- ১০:৩২ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ ধোঁয়া উঠছে পাওয়ার কার থেকে, হতে পারে বিস্ফোরণ
- ১০:২০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৪ মরদেহ বের করতে ব্যাগ নিয়ে ট্রেনের ভেতর উদ্ধারকারী দল