ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দুই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান।

তিনি বলেন, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ইকবাল হোসেন/বিএ/জেআইএম