শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বিএনএম
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের যেসব বুদ্ধিজীবীকে গুম-হত্যা করা হয়েছে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।
একই সঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদানা প্রকাশ করেছে দলটি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিএনএম মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহ্জাহানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের মহান ত্যাগ-তিতিক্ষা ও জীবন বিসর্জনের মাধ্যমে অর্জিত আমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে সমুন্নত রাখাই হবে দেশের বুদ্ধিজীবী ও রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার ও গণমানুষের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।
বিএ/জেআইএম