মতিঝিলে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদ, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মিছিলটি মধুমিতা সিনেমা হলের সামনে এলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ন আহ্বায়ক আব্দুর রহিম, মো. শাহিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা শ্রমিক দলের আহবায়ক ইয়াসিন, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক, সাইফ আহমেদ হিমু, গেন্ডারিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোয়েব, ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রুবেল, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দীপ্ত, তুষার, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রনেতা আব্দুল্লাহ,আল-আমিন, ওয়ারী থানার ছাত্রনেতা ইমন, আকাশসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী।
কেএইচ/বিএ